করোনা ভাইরাস আতঙ্কে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের সাথে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত দেশগুলো।
ভাইরাসের সংক্রমণের ভয়ে কমে গেছে ব্যবসায়িক কার্যক্রম ও পণ্যের আমদানি রফতানি। বাতিল করা হয়েছে চীনা চান্দ্রবছরের সব উৎসব। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত। কমেছে পর্যটকদের আগমন। পর্যটন স্থানগুলোতে কমেছে ব্যবসা। দেশের বাইরে থেকে পর্যটক আসছেন না বললেই চলে।
বিক্রি কমায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। এ ভাইরাস আতঙ্ক দেশের আর্থিক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকদের।