‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানে শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের এ আয়োজনে প্রদর্শিত হবে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র।
লাইট ক্যামেরা অ্যাকশন। তারপর দৃশ্য-ধারণ। ফ্রেমে ফুটে ওঠে জীবনের নানা দৃশ্যপট। মুহূর্তরা কখনো বিমূর্ত, কখনো রঙিন কখনোবা রঙহীন। এ নিয়েই রুপালী পর্দা।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুক্রবার শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। প্রস্তুতি চলছে সমান তালে।
একজন বলেন, ডেলিগ্রেটদের তথ্য সংগ্রহ ও আইডি কার্ড তেরি করতে হচ্ছে। এবং ফিল্মগুলোকে এডিট করাসহ সব কাজ সম্পন্ন করতে গিয়ে বুঝতে পারছি কাজগুলো খুবই জটিল। তবে আমি যেহেতু এডিট করি তাই এটা আমার কাছে মজা লাগছে।
এক শিশু বলে, পোস্টার তৈরি করা থেকে শুরু করে ফিল্মগুলো এডিট শেষ হচ্ছে কি না সেটা তদারকি করছি। একইসঙ্গে ফেসবুক, ইউটিউব ও টুইটারগুলো দেখভাল করছি।
যেখানে খুদে নির্মাতা আর আয়োজকরা তো বটেই পুরস্কৃত করতে প্রস্তুত খুদে জুরি বোর্ড। আর এ নিয়েই অর্হনিশ কর্মযজ্ঞ।
একজন বলেন, আমরা খুবই আনন্দিত, সবাই খুব দ্রুত গতিতে কাজ করছে। এ উৎসব সবার জন্য ফ্রি, তাই সবাই আমাদের এ উৎসব দেখতে আসবেন।
উৎসবে ঢাকার মোট ৫টি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।