সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। আজও অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে, রাজু ভাস্কর্যে এসে আন্দোলনের সঙ্গে সংহতি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু জোট।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে তৃতীয় দিনের আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবারও কর্মসূচিতে অংশ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের কয়েকজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। চিকিৎসক জানান, খাবার গ্রহণ না করায় অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ এ অবস্থা চলতে থাকলে তাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে।
সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের আগ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু জোটের নেতারা বলেন, ৩০ তারিখে কোন নির্বাচন মেনে নেয়া হবে না।
পূজার দিনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করায়, গত কয়েকদিন ধরে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল।