শরীয়তপুরে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিতে বেসরকারি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন নামে বেসরকারি সংগঠনটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দক্ষিণ তারাবুনিয়া মাল বাজার সংলগ্ন মাঠে ক্যাম্পে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) চিকিৎসক আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৬০ জন ডাক্তার পর্যায়ক্রমে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগের পরীক্ষা নিরীক্ষাসহ বিনামূল্য ওষুধ দেয়া হয়।
ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালাবেন বলে আয়োজকরা জানান।
ডা. আশরাফুল হক সিয়াম বলেন, দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রয়োজনীয়তা বেশি। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কারণে গরীব মানুষ সেবা পেয়েছেন। অন্যান্য বেসরকারি সংস্থাও এমন আয়োজনে এগিয়ে আসলে দরিদ্র রোগীরা উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।