অবসর ভেঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। মার্ক বাউচার প্রোটিয়া কোচের দায়িত্ব নেয়ার পর থেকে এবি'কে ফেরানোর তোরজোড় শুরু হয়।
বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ভিলিয়ার্স। দলকে ৭ উইকেটে জেতানোর পর আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরা নিয়ে কথা বলেন হার্ডহিটার ব্যাটসম্যান। বিশ্বকাপ খেলতে চাওয়ার ইচ্ছের কথা বলেন। জানান, মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ ও ফাফ ডুপ্লেসির সঙ্গে এ নিয়ে তার আলোচনা চলছে। ফর্ম ধরে রাখতে বিগ ব্যাশের পর আইপিএলেও মনোযোগ দিতে চান এবি ডি ভিলিয়ার্স। তবে তিনি এটাও বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারটা একেবারেই নিশ্চিত হয়নি এখনো। জানান, দর্শক ও নিজেকে তিনি কখনেই হতাশ করতে চাননা। তাই যে সিদ্বান্ত নেবেন সেটা ভেবেচিন্তে নেবেন।