বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক ভারতের দুটি দল ও থাইল্যান্ডের বিপক্ষে মোট ৪ টি ম্যাচ খেলবে জাহানারা সালমারা। ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার রুমানা আহমেদ।
সামনের মাসের ২১ তারিখ অস্ট্রেলিয়ায় বসবে নারীদের এবারের বিশ্বকাপ। বাছাই পর্ব উতরে মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সিলেটে অনুশীলন ক্যাম্প দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে টাইগ্রেসরা। চূড়ান্ত প্রস্তুতি নিতে ভারত সফরে গেছে সালমার দল। সেখানে ভারত 'এ', ভারত 'বি' ও থাইল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মেয়েরা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বিহারের পাটনায়। হাঁটুর ইনজুরির কারণে এসএ গেসমের দলে ছিলেন না রুমানা আহমেদ। এখনো পুরোপুরি সেরে না ওঠায় প্রস্তুতি সিরিজেও তিনি দলে নেই। তবে বিসিবি'র আশা বিশ্বকাপের আগে একদম ফিট হয়ে উঠবেন রুমানা।