নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
মেলায় প্রতিদিন লোক কারুশিল্প সামগ্রীর প্রদর্শন ছাড়াও থাকছে নানা ধরণের সাংস্কৃতিক আয়োজন। তাই প্রথম দিনেই জমে উঠছে মেলা প্রাঙ্গণ। মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য রয়েছে বায়স্কোপ, চরকি ও নাগরদোলাসহ ভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন ও পুলিশ সুপার জায়েদুল আলমসহ বিশিষ্টজনরা।
মেলার উদ্বোধন শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গণমাধ্যম কর্মীদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ জাদুঘরের উন্নয়নে সরকার ইতিমধ্যে ১৪৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই প্রকল্পের টেন্ডারও আহবান করা হয়েছে। এর পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে লোকজ সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণের জন্য সোনারগাঁয়ে সরকারের বিশেষ প্রকল্প গ্রহণের কথাও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী পরে বিশেষ অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এদিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলায় দেশের বিভিন্ন পল্লী অঞ্চলের ৬৪ জন চারু কারুশিল্পী প্রদর্শনীতে অংশ নিয়েছেন। চারু কারুশিল্পীদের ৩২ টি স্টলসহ ১৫৪টি স্টল নিয়ে এ বছর আয়োজন করা হয়েছে এই লোকজ মেলার।
দেশের ঐতিহ্যবাহী শোলা শিল্প, শখের হাঁড়ি, তালপাখা, নকশিকাঁথা, শতরঞ্জি, কাঠ বেত ও বাঁশের কারুশিল্প, শীতলপাটি, তামা-কাঁসা পিতলের কারুপণ্য, পাটের কারুশিল্প ও কাগজের হস্তশিল্পের নানা ধরণের আকর্ষণীয় সামগ্রী স্টলগুলোতে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে পরিচিতি পাওয়া ও ভালো বেচাকেনাসহ নানাভাবে উপকৃত হচ্ছেন চারু কারুশিল্পীরা
কারু প্রদর্শনী ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় লোকজ উৎসবে থাকছে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি-সারি, মুর্শিদী, হাছনরাজার গান ও লালন সংগীতসহ ছড়া পাঠের আসর, পুঁথিপাঠ ও বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন। দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী সামগ্রী কেনাকাটা ও লোকজ সংগীত উপভোগ করতে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ দলে দলে মেলায় আসছেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান, সোনারগাঁয়ে মাসব্যাপী আয়োজিত এই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
তিনি জানান, দীর্ঘ এক মাসব্যাপী এই মেলাকে সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও যাবের সিও'র সাথে আলাপ আলোচনা হয়েছে। সে লক্ষ্যে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবেই মেলা সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।