আহসানউল্লাহ ইউনিভার্সিটির আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘হাল্ট পুরস্কার’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এ পুরস্কার বিতরণী হয়। অংশগ্রহণকারীরা তাদের বাণিজ্য বিষয়ক বিভিন্ন দিক উপস্থাপন করেন।
অনুষ্ঠানটির প্রথম পর্ব হয় চলতি মাসের আট ও নয় জানুয়ারি। ফাইনাল রাউন্ড হয়েছে গতকাল। বিজ্ঞান ভিত্তিক এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আজ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড।