রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পোস্ট গ্রাজুয়েট মেডিকেল অফিসার (দক্ষ সার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ) পদোন্নতির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দ্বিতীয়বারের মতো স্মারকলিপি দিয়েছেন।
প্রায় দেড় যুগের বেশি সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় এর আগে গত ১ ডিসেম্বর বিএসএমএমইউ’র মেডিসিন, নিউরোমেডিসনি, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিকস, রিউম্যোটোলজিসহ প্রায় ৫৪টি বিভাগের চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বরাবর এই স্মারক লিপি প্রদান করেন।
উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব সিন্ডিকেট সদস্যদের কাছেও স্মারকের অনুলিপি প্রদান করেন। সে সময় বিএসএমএমইউ উপাচার্য বিষয়টিকে সবোর্চ গুরুত্ব দিয়ে সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপনের আশ্বাস দেন।
এ ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুরু হওয়ার বিএসএমএমইউ’র সিন্ডিকেট বৈঠকের সভা কক্ষের সামনে পদোন্নতি বঞ্চিত দুই শতাধিক চিকিৎসক অবস্থান কর্মসূচী পালন করে সিন্ডিকেট সদস্যদের কাছে পুনরায় স্মারকলিপি দেন।
এ সময় তাদের পদোন্নতির ব্যাপারে উপাচার্যসহ সব সদস্যদের কাছে অনুরোধ জানিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের আহ্বান করেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়য়ের একটি সিন্ডিকেট বৈঠক বিএসএমএমইউ'র বিধিমালা থেকে চিকিৎসকদের পদোন্নতি সংক্রান্ত ১৯৯৯ সালের নীতিমালাটি বাদ দেওয়া হয়।