১০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি। এতে স্বাভাবিক হতে শুরু করেছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারা। এর আগে, হয়রানি ও দুর্নীতি বন্ধের দাবিতে সকালে নগরীর কাস্টম হাউজের সামনে অবস্থান নেন সংগঠনের সদস্যরা।
নথি জমা দেয়া বন্ধ করে দেয়ায় আমদানি কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে যায়। এমনকি আমদানিকৃত পণ্য ছাড় করার জন্য সিএন্ডএফ কমচারিরা বন্দরে প্রবেশ করা থেকে বিরত থাকেন। এতে দিনভর কার্যক্রম ব্যহত হওয়ায় কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি কাস্টমস।