আকস্মিক ওমান সফরে গেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সোমবার ওমানে পৌঁছার পর দেশটির নতুন শাসক সুলতান হাইথাম বিন তারেক আল সাইদের সঙ্গে বৈঠক করেন সৌদি বাদশা।
হাইথাম বিন তারেক আল সাইদকে শুভেচ্ছা এবং দেশটির দীর্ঘদিনের শাসক সুলতান কাবুসের মৃত্যুর পর শোক জানাতেই সৌদি বাদশার এ সফর।
সালমান বিন আব্দুল আজিজ ছাড়াও কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ সাবাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও ওমানের নতুন সুলতানের সঙ্গে দেখা করেছেন।
গেল শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান ওমানের দীর্ঘদিনের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। ঐদিনই দেশটি নতুন শাসক হিসেবে শপথ নেন তার চাচাতো ভাই হাইথাম বিন তারেক।
শপথ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বড় ভাইয়ের মতো তিনিও বিভিন্ন দেশের মধ্য মধ্যস্থতার দায়িত্ব পালনের ঘোষণা দেন।