জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ব্রিটেনের কারাগারে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠানের জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনের আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে শুনানিতে অংশ নিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার ঝুঁকিতে থাকা অ্যাসাঞ্জ।
শুনানিতে তার আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ ঠেকাতে আইনগতভাবে করণীয় ঠিক করতে ব্যক্তিগত আইনজীবী প্যানেলের সঙ্গে কথা বলার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না অ্যাসাঞ্জ।
আর এ কারণেই মামলার শুনানিতে বিলম্ব হচ্ছে বলেও আদালতকে জানান অ্যাসাঞ্জের আইনজীবী। মার্কিন সরকারের গোপন নথি ফাঁসসহ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা ১৮টি অভিযোগের ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচার করতে চায় ওয়াশিংটন।
গেলো বছর জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে জোরপূর্বক বের করে এনে অ্যাসাঞ্জকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। এরপর থেকেই সেখানকার কারাগারে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।