কুয়াশার চাদর আর তীব্র শীত উপেক্ষা করেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীরা সকাল থেকে প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন। আর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, শেষ সময় পর্যন্ত নির্বাচনের মাঠে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। শীত আর কুয়াশা উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা দক্ষিণের অলিগলি চষে বেড়ান আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস কামরাঙ্গীর চর এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচর এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কামরাঙ্গীর চর এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। জোর দিয়ে বলেন, কোন ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন না তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা আমাদের সবার, আমরা সবাই মিলে উন্নত ঢাকা গড়ে তুলবো। আমি দায়িত্ব নিয়ে ঢাকাকে উন্নত করতে চাই।
এদিকে, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণা শুরু করেন খিলগাঁও নন্দীপাড়ার ত্রিমোহনী বাজার থেকে। পরে, সবুজবাগ, বাসাবো এলাকায়ও প্রচারণা চালান তিনি। এ সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, যদি আগামী ৩০ তারিখে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। তাহলে যে অধিকার নিশ্চিতের আন্দোলনে আমরা বিএনপির রয়েছি। তা সম্পূর্ণরূপে আমি কর্যকর করবো।
নির্বাচনি গণসংযোগ, পথসভা, প্রচারণায় ঢাকা দক্ষিণ সিটিতে এখন উৎসবের আমেজ।