বাগেরহাট জেলার ২০১৯-২০২০ অর্থ বছরের এসএসসি ও এইচএসসির মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এ আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক, মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান-শরিফা খানম, জেলা প্রেসক্লাব সভাপতি এ্যাড মোজাফফর হোসেন, মুক্তিযুদ্ধা শাহ আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, ইব্রাহীম হোসেন মোল্লা, আফরোজা বেগম, মনিরুজ্জামান ঝুমুর প্রমুখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলার সকল উপজেলার ৩৬২ জন এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৪ শ টাকা করে মোট ৮ লাখ ৬৮ হাজার ৮শত টাকা প্রদান করা হয়।