ভারতের প্রথম রাজ্য হিসেবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করেছে কেরালা সরকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি রিট করেছে রাজ্য সরকার।
রাজ্য কর্তৃপক্ষের যুক্তি, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মকে শর্ত নির্ধারণ করে সংবিধান লঙ্ঘন করেছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে আইনটি স্থগিতেরও দাবি জানানো হয়।
এরইমধ্যে দেশটির সর্বোচ্চ আদালতে বিতর্কিত ওই আইনটির বিরুদ্ধে হওয়া প্রায় ৬০টি আবেদনের বিষয়ে শুনানি চলছে। আইনটি বাতিলে ভারতের বিভিন্নস্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এরমধ্যেই গেলো ১০ই জানুয়ারি, বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়া কথা জানায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।