দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (১৪ জানুয়ারি) সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ৮৭ পয়েন্ট ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ২৭০ পয়েন্ট কমেছে।
সোমবারও পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬ পয়েন্টে। ৪ বছর ৮ মাস অর্থাৎ ৫৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫ সালের ৫ মে আজকের চেয়ে নিচে অবস্থান করছিল ডিএসইএক্স সূচকটি। ওই দিন ডিএসইএক্স ৪ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছিল।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৮৬ কোটি টাকার।
আজ সিএসইতে ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি টাকার।