প্রকাশ পেল কালোসাদা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে রাজিব হোসেনের সঙ্গীতায়নে বায়েজিদের প্রথম মৌলিক গান ‘ছেড়ে যাচ্ছি এ শহর’। গানটির সুর ও কথা লিখেছেন বায়েজিদ। গানটির মিউজিক ভিডিও কম্পোজিশন করেছেন দেশের সুনামধন্য গিটারিস্ট ও কম্পোজার রাজিব হোসেন।
গানটি সম্পর্কে সময় সংবাদকে রাজিব বলেন, গানটি বায়েজিদের প্রথম মৌলিক গান। সে বগুড়ার ছেলে, গান গাওয়ার পাশাপাশি তিনি নিয়মিত স্টেজ পারর্ফমেন্স করে থাকেন। অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন কন্ঠশিল্পী বায়োজিদ। নিজের শহর ও প্রিয়জন ছেড়ে রাজধানীতে আসার পর অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় তাকে। সেই গল্প নিয়েই ‘ছেড়ে যাচ্ছি এ শহর’ গানটির আবহ তৈরি।
রাজিব আরো বলেন, এই গানটি ব্যালেড ধাঁচের। নিয়মিত অনুশীলনের মাধ্যমে বায়েজিদকে রেকর্ডিং এর জন্য প্রস্তুত করে বায়েজিদের কণ্ঠ রেকর্ড করি। চমৎকারভাবে সে গানটি গেয়েছে। আমি বিশ্বাস করি যারা ব্যান্ড মিউজিক পছন্দ করে বিশেষ করে ব্যালেড, তাদের সবার এই গানটি ভালো লাগবে।
কন্ঠশিল্পী বায়েজিদ সময় সংবাদকে বলেন, গানটি বেশ কিছুদিন আগে লিখি, গানটি রাজিব ভাইকে শোনানোর পর উনি আমাকে সাহস দিলেন রেকর্ড করার ব্যাপারে। আমি অন্তরার সুর কোনোভাবেই করতে পারছিলাম না, ভাইয়া সেটি সুর করে দিলেন। উনি সহজ করে বুঝিয়ে দিলেন কিভাবে ব্যালেড গান করতে হয়। আমি অত্যন্ত ভাগ্যবান তার মত একজন গুণী মিউজিশিয়ান আমার প্রথম গান কম্পোজিশন করেছেন এবং তার সান্নিধ্য পেয়ে প্রতিনিয়ত সঙ্গীতের নানাদিক শিখছি।
সময় সংবাদের মাধ্যমে আমি সংঙ্গীতপ্রেমী ও শ্রোতাদের জানাতে চাই ‘আমি মিউজিক করতে চাই, ভালো কথাও সুরের গান আপনাদের নিয়মিত উপহার দিতে চাই । আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহ যোগাবে। সবাইকে বাংলা গান শোনার অনুরোধ রইলো।'