হাইভোল্টেজ ম্যাচে শনিবার (১১ জানুয়ারি) মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। এ ম্যাচে জিতলে শিরোপার পথটা আরো মজবুত হবে অলরেডদের। আর স্পারদের লক্ষ্য শীর্ষ চারের পথে এগিয়ে যাওয়া। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। আরেক ম্যাচে, রাত ৯টায় নরউইচ সিটির বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সময় চেলসির প্রতিপক্ষ বার্নলি।
জেকে বসেছে শীত। হাড়কাঁপানো শীতের রাতে উত্তাপ ছড়াতে হাজির দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। দু'দলের দ্বৈরথ এলেই মনে পড়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের গেল বছর জুনের ফাইনালের কথা। টটেনহ্যামের রূপকথা রচনার স্বপ্ন গুড়িয়ে দিয়েছিলেন সালাগ, ওরিগিরা।
স্পারদের হৃদয়ে রক্তক্ষরণ আর লিভারপুলের উচ্ছাস এখনও টাটকা স্মৃতি দু'দলের সমর্থকদের হৃদয়েও। ফাইনালের পর প্রিমিয়ার লিগে আরো একবার দেখা হয়েছিলো লিভারপুল ও টেনহ্যামের। কিন্তু সে ম্যাচেও ২-১ গোলে হেরে যায় মরিনিয়োর দল।
এ মৌসুমে একরকম উড়ছে লিভারপুল। এক বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড। ইপিএলের শিরোপাও প্রায় নিশ্চিত। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অলরেড। এগিয়ে থাকলেও স্রোতে গা ভাসাতে নারাজ ক্লপ।
তাইতো সব ম্যাচেই সমান সতর্ক থাকতে চান। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ জিতে নিরাপদে রাখতে চান শীর্ষস্থান। মিলনার, কেইটা, ম্যাতিপ ও চেম্বারলাইন ছাড়া বড় কোন ইনজুরি নেই লিভারপুল শিবিরে।
প্রতিপক্ষ টটেনহ্যামের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। শেষ ৫ ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছে মরিনিয়োর দল। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা। শীর্ষ চারের দৌড়ে থাকতে চাইলে জিততে হবে স্পারদের। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ টটেনহ্যাম শিবিরে। ইনজুরিতে পড়েছেন হ্যানরি কেইন। এছাড়াও খেলতে পারবেন না হুগো লরিস।
দু’দলের এর আগে দেখা হয়েছে ১৫৮ বার। লিভারপুলের জয় ৭৫ বার। টটেনহ্যাম জিতেছে ৪৩টি ম্যাচে।
মাত্রই লিগ কাপে সিটির কাছে হেরেছে ম্যানচেস্টার ইউইটেড। দুঃসময় পেছনে ফেলে লিগে ঘুরে দাঁড়াতে চায় রেড ডেভিলরা। ম্যাচের ভেন্যু ওল্ড ট্রাফোর্ড হওয়ায় নরউইচ সিটির বিপক্ষে ভাল করা নিয়ে আত্মবিশ্বাসী সোলশায়ারের দল।
ইনজুরি আছে পগবা, রোহো ও বেইলির। প্রতিপক্ষ শিবিরে ইনজুরিতে আক্রান্ত। কিন্তু সে সুবিধাটাই লুফে নিয়ে টেবিলে এগিয়ে যেতে চায় ইউনাইটেড।
আরেক ম্যাচে, এফ এ কাপে নটিংহ্যাম ফরেস্টকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে চেলসি। ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ব্লু। নিজেদের অবস্থান আরো শক্ত করতে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না ল্যাম্পার্ড শীষ্যরা।