ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) ভোরে উপজেলার ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, সে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফেনীর আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্যে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানান, শনিবার (০৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বিদ্যালয় যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আবু বক্কর সিদ্দিক সোহাগ পলাতক ছিলেন। গত ভোররাতে তাকে পার্শ্ববর্তী উপজেলার ছাগলনাইয়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে অভিযুক্ত সোহাগকে আদালতে আনা হয়েছে।
অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আবেদন করেছে ফুলগাজী থানা পুলিশ। ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পালের আদালতে জবানবন্দী গ্রহনের কথা রয়েছে।