গেল ৬ ডিসেম্বর মা মিথিলার বিয়েতে দেখা গিয়েছিল আইরাকে। এরপর থেকে বাবা তাহসানের কাছে রয়েছেন আইরা। বাবার সঙ্গে খুনসুটিতে আইরার কণ্ঠ শোনা গেল।
সোমবার (১৬ ডিসেম্বর) তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের শৈশবের একটি ছবি পোস্ট করেছেন। ছবি পোস্ট করার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে তাহসান বাবা-মায়ের কোলে বসে রয়েছেন। পেছনে দাঁড়িয়ে বড় ভাই।
ভিডিওটিদে দেখা যাচ্ছে, ছবিটি নিয়ে মেয়ে আইরাকে দেখাচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন কে কোনটা। তবে কন্যা আইরা বাবাকে চিনতে ভুল করল না। একে একে সবার পরিচয় দেওয়ার পরই নিজের বাবাকে পরিচয় করে দেয়। তাহসান যখন একটার পর একটা ফিগারে আঙুল রেখে জিজ্ঞেস করছিলেন তখনই ঠিকই দাদু, দাদি ও বাবাকে চিহ্নিত করে ফেলল আইরা। সেই সঙ্গে ছোট বেলার ছবি দেখেই বাবাকে খুঁজে বের করে আইরা।
সম্প্রতি তাহসান খান অভিনীত ১০০ তম নাটক মুক্তি পেয়েছে। দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। এছাড়াও তাহসান নতুন একটি সিনেমার কাজ করছেন।
সম্প্রতি সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সময় ভালো আর মন্দ তা নিজেকেই ঠিক করে নিতে হয়। ভালো থাকতে হলে ভালোটায় বেছে নিতে হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন