নিরপেক্ষ সরকারের দাবিতে বিক্ষোভে উত্তাল লেবানন। সোমবার রাজধানী বৈরুতে সাধারণ মানুষ আন্দোলনে নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত হন অর্ধশত বিক্ষোভকারী।
এদিকে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়া আল-হাসান।
লেবাননে কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সরকারবিরোধী বিক্ষোভ। সোমবার রাজধানী বৈরুতের রাজপথে নামেন আন্দোলনকারীরা। দিনভর প্রতিবাদ-বিক্ষোভের পর রাতেও আন্দোলন চালিয়ে যান তারা।
পরিস্থিতি অবনতি হতে থাকায় দোকান-পাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সহিংস আন্দোলনে থমকে যায় জনজীবন। এসময় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয় প্রতিবাদীরা।
পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। দু'পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। অনবরত পাথর নিক্ষেপ করতে থাকে বিক্ষোভকারীরা।
এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। আহত হয় অর্ধশত আন্দোলনকারী। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়। এদিকে, নিরাপত্তা বাহিনীর হামলায় আহতের ঘটনায় সংশ্লিষ্টদের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রায়া আল-হাসান।
অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রতিবাদসহ নানা দাবিতে গেল অক্টোবরে দেশটির সরকারের বিরুদ্ধে আন্দোলন নামে সাধারণ মানুষ।
এর জেরে প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে। ফলে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।
এমন পরিস্থিতিতে দ্রুত নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন লেবাননবাসী।