মহান বিজয় দিবসের প্রাক্কালে বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, শহীদ জননী, বীরাঙ্গনা ও শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ শহরে সম্মুখ সমরে সুনামগঞ্জের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগমসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সুপার জনাব মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান, সুনামগঞ্জ সদর ইয়াসমিন নাহার রুমা।