বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দেয়া হয়নি, তার নির্দেশেই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আজ ৩১ দিন অতিবাহিত হওয়ার পরেও খালেদা জিয়ার স্বজনদের তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। অথচ আজ সাক্ষাতের অনুমতি ছিল। বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাৎ করতে দেয়া হয়নি।
তিনি বলেন, আকস্মিকভাবে শনিবার দুপুর ২টার সময় অনুমতি বাতিলের কথা জানানো হয়। আমরা বলতে চাই, উচ্চতর কর্তৃপক্ষ কে? তিনি কত উচ্চতায় অবস্থান করেন- এটি জেল কর্তৃপক্ষ না জানলেও জনগণ ভালোভাবেই জানে। গত বৃহস্পতিবার আদালতকে দিয়ে যার নির্দেশে দেশনেত্রীর জামিন আবেদন খারিজ হয়েছে, সেই উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই অনুমতি থাকার পরেও তার সঙ্গে স্বজনরা দেখা করতে পারলেন না।
কর্মসূচি:
খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে রোববার (১৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগর সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগরের থানায় থানায়ও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দুপুর ২টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকালে দলের জাতীয় নেতাদের সঙ্গে সর্বস্তরের নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। পরে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আবদুল আওয়াল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।