যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নির্বাচনে বড় জয়ের মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। ৩১ জানুয়ারির মধ্যেই ইইউ ত্যাগ করা হবে এতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিজয় উদযাপন করছে কনজারভেটিভ পার্টি। এরই পরিপ্রেক্ষিতে আজ যুক্তরাজ্যের উত্তরাঞ্চল পরিদর্শনে যাবেন বরিস জনসন।
সোমবার মন্ত্রিসভায় কারা থাকছেন তা জানা যাবে, তবে ধারণা করা হচ্ছে আগের মন্ত্রিসভায় খুব একটা পরিবর্তন আসবে না। বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথ পার্লামেন্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণার আগেই মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
১৯৮৭ সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আসনে জয় পেয়েছে কনজারভেটিভ পার্টি। আর ১৯৩০ সালের পর এবারই সবচেয়ে বাজেভাবে হেরেছে বিরোধী লেবার পার্টি।