বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপি বার বার আদালতে যেতে পারে, তাতে কোনো আপত্তি নেই তবে আদালতের বিরুদ্ধে কোনো হটকারী কর্মসূচি জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) কামরাঙ্গীর চরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে কথা বললে মানুষ সেটা মেনে নিবে না। জামিনের জন্য আদালতের দরজা খোলা। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদককে আমরা না বলবো। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।