শরীয়তপুরে রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কয়েক দিন ধরেই। সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। ফলে অর্থ উপার্জনের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের দরিদ্র মানুষদের। শীতবস্ত্রের অভাবে রয়েছে এসব দরিদ্র মানুষেরা।
সকাল হলেই ঘন কুয়াশায় ঢেকে থাকায় দূরের কিছু দেখা যাচ্ছে না শরীয়তপুরে। যাতায়াতসহ কাজকর্মে বাধাগ্রস্ত হয়ে, গত এক সপ্তাহ ধরে চরম দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ।
এদিকে বেলা না বাড়া পর্যন্ত ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে সকাল দশটা পর্যন্ত।
রিক্সা ও ব্যাটারিচালিত অটোতে কাঙ্খিত যাত্রী না হওয়ায় কমে গেছে চালকদের আয় রোজগার। ছোট চায়ের দোকানে বাকি পড়ছে, জানায় দোকানিরা।