প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে, বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলের দারুন জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে,বিগ ম্যাচে টটেনহাম হটসপারকে একই ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়নস লিগে এ' গ্রুপ থেকে শেষ ষোলো আগেই নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তাইতো বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে অনেকটাই নির্ভার ছিলেন কোচ জিনেদিন জিদান। তাই ম্যাচের শুরুর একাদশে থাকা লুকা মদ্রিচ-ক্যাসেমিরো-ইসকোর উপর পূর্ণ ভরসা রাখেন জিদান। যদিও প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোচের আস্থার প্রতিদান দিতে ব্যর্থতার পরিচয় দেয় রিয়াল ফরোয়ার্ডরা।
অথচ ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে লস ব্লাঙ্কসরা। বলের দখল নিয়ে মুহমুর্হ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদূর্গ ব্যস্ত রাখে রিয়াল শিবির।বেশকটি সুযোগ পেয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি ইসকো-ভিনিসিয়াসরা। তাই প্রথমার্ধ থাকে গোলশুন্য।
বিরতির পর যেন খোলস ছেড়ে বের হয় রিয়াল মাদ্রিদ। ৫৩ মিনিটে ডেডলক ভাঙ্গে রদ্রিগো। বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে স্পানিশ জায়ান্টদের লিড এনে দেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড।
তবে দুই মিনিট পরই সমতায় ফেরে ব্রুজ। স্বাগতিকদের হয়ে গোল করেন ভানাকেন।
যদিও আক্রমণের ধার বাড়িয়ে ৬৪ মিনিটে আবারো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারও দৃশ্যপটে রদ্রিগো,তার অ্যাসিস্টে দারুন এক গোল করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ক্যাসিমিরোর অ্যাসিস্টে ব্রুজের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রোয়েশিয়ান লুকা মডরিচ। এ জয়ে এ' গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করলো জিদান শিষ্যরা।
রিয়ালের জয়ের রাতে বিগ ম্যাচে টটেনহাম হটসপারকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের আগেই বি' গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে পা রাখে বায়ার্ন। তাই তেমন একটা চিন্তা ছিল না বাভারিয়ানদের। তারপরও টটেনহামের সাথে ম্যাচ বলে কথা। তাইতো অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চেনা মাঠ, চেনা পরিবেশ উজ্জীবিত বায়ার্ন। ১৪ মিনিটে কোমানের গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা।
তবে চার মিনিট বাদেই ইংলিশ মিডফিল্ডার রায়ানের গোলে সমতায় ফেরে টটেনহাম। এরপর প্রথমার্ধের শেষ দিকে মুলারের গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর ফিলিপ কৌতিনিয়োর গোলে দারুন জয় পায় জার্মান লিগ চ্যাম্পিয়নরা।