যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর ফের চালু হলো জামালপুরের যমুনা সার কারখানা।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাবেদ আনোয়ার জানান, সংস্কার কাজ শেষ হওয়ায় বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। এতে কর্মচাঞ্চল্য ফেরে কারখানায়। ২০১৮ সালের ২৭ নভেম্বর, অগ্নিকাণ্ডের পর কারখানাটির এ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটার পুড়ে যায়।
এতে বন্ধ হয়ে যায় কার্যক্রম। দেশের বৃহত্তম এই ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রতিদিন গড়ে এক হাজার ৭শ মেট্রিক টন সার উৎপাদন হয়।