হার দিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করেছে মাশরাফী বিন মুর্তজার ঢাকা প্লাটুন। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারকায় ঠাসা দলটি। বলতে গেলে আন্দ্রে রাসেলের দল রাজশাহীর কাছে পাত্তায় পায়নি তারা।
তবে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় চাপের কিছু দেখছেন না অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। বরং ভুলগুলোতেই নজর তার। পরবর্তী ম্যাচে ভুলগুলো শুধরে মাঠে নামতে চান তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ম্যাশ।
চাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওইটা না, এবার এটাও ঠিক যে অনেক সময় মানিয়ে নিতে একটু সময় লাগে। এটা অজুহাতের জায়গায়ই পড়ে যায়। এর চেয়ে মনে হয় যে টুর্নামেন্টটা অনেক বড়, অনেক সময় আছে। আজ কিছু ভুল হয়েছে, রান আউট হয়েছে অনেক গুলো, সেগুলো ঠিক করতে হবে। কাল যেহেতু খেলা, বেশি চিন্তা করারও সুযোগ নেই। যে ভুলগুলো হয়েছে সেগুলো ঠিক করলেই আপাতত যথেষ্ট।
মাশরাফী বলেন, জাকের আলি ভালো প্লেয়ার আমার কাছে দেখে যতটুক মনে হয়েছে। রান আউট না হলে ও তো কয়েকটা শট খেলেছে চাপের মধ্যে। যে শটগুলো খেলছিল আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই, শুভাগতও ভালো। দল নির্বাচনটা বড় সমস্যা বলে আমার কাছে মনে হয়না কারণ প্রতিপক্ষের কথা চিন্তা করেই দল নির্বাচন করা হয়। হয়তোবা ১৬০ হলে ডিফারেন্ট গেম হতো।