কোন নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পুকুর ভরাট ও বিদ্যালয়ের জায়গা দখল করে পোষাক কারখানা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে একটি ভূমিদস্যু চক্র। পোষাক কারখানা বন্ধ করে শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশেরর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকাটি ঘণবসতিপূর্ণ এলাকা।এখানে রয়েছে ১'শ তিন বছরের পুরনো ফতেয়াবাদ রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের পাশে লাগানো শতবর্ষী একটি পুকুর রাতারাতি ভরাট করে পোষাক কারখানা তৈরীর পাঁয়তারা করছে একটি চক্র। সেই সাথে দখল করা হয়েছে বিদ্যালয়ের জায়গাও। এর প্রতিবাদে হাটহাজারী সড়কে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও ক্ষুদে শিক্ষার্থীরা।
একজন অভিভাবক বলেন, এখানে নাকি গার্মেন্টস কারখানা করবে। এতে পরিবেশের ক্ষতি হবে।
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই পোশাক কারখানা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি।
ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালইয়ের সাবেক সভাপতি নটু কান্তি সরকার বলেন, ভরাট তো করছেই প্লাস ঐটার উপর নাকি ওরা গার্মেন্টস ফ্যাক্টরিও করবে।
পরিবেশ অধিদপ্তরের গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি এই ভাস্কর্য শিল্পীর।
ভাস্কর্য শিল্পী অলক রায় বলেন, এই পরিবেশ রক্ষার জন্য শিশুদের জন্য খেলার জায়গা রাখা একান্ত প্রয়োজনীয়। এখানে কোনোভাবেই গার্মেন্টস হওয়া উচিত না।
ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেয়াবাদ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী ও এলাকাবাসী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।