ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় এম এম পরিবহনের বাসের চাপায় হাবিবুর নামের এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল হাইহয়ে পুলিশ ফাঁড়ির দুইশ মিটার দূরে আজ ঢাকাগামী দ্রুতগামী এম এম পরিবহনের বাসটি একই দিকে চলতে থাকা ওই বাই-সাইকেল আরোহীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বাই-সাইকেল আরোহী হাবিবুর রহমান মারা যান। নিহত হাবিবুর রহমান মানিকগঞ্জের শিবালয় উপজেলার বনগ্রামের মৃতু নূরুদ্দিনের ছেলে।
পুলিশ বাসটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।