ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর 'অবসর নীতিমালা সংস্কার' প্রস্তাবের বিরোধিতা করে শ্রমিক ইউনিয়নের ডাকে ফ্রান্সজুড়ে তৃতীয় দিনের মতো পালিত হয়েছে ধর্মঘট। ধর্মঘটে সব অচল হয়ে পড়ায়, ফরাসি নাগরিকদের পাশাপাশি সংকটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি কর্মকর্তাদের অবসরকালীন সংস্কার আইনের প্রতিবাদে ৩ দিনের মত ফ্রান্সে শ্রমিক ধর্মঘট হয়েছে। আজো ভোগান্তি নিয়ে কর্মস্থলে গিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।
প্রবাসীরা বলেন, 'দুরপাল্লার সকল বাস, ট্রেনসহ সব যানবাহন বন্ধ। আমরা যারা কর্মজীবী আছি তাদের কাজে যেতে অত্যন্ত সমস্যা হচ্ছে। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ধর্মঘট চলতে থাকলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব।'
এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহে এই বিষয়ে মন্তব্য করবেন। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ধর্মঘটের অবসান ঘটবে। তাতে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তির অবসান ঘটবে প্রবাসী কর্মজীবী মানুষদের।