Close (x)
সময় সংবাদ
আপডেট
১৯-১১-২০১৯, ১৬:৩৪

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং সাতদিন পেঁয়াজ বর্জনের আহ্বান জানিয়ে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার বিষয়ক বেসরকারি সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশে’র (সিওয়াইবি) উদ্যোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ মানববন্ধন ও পেঁয়াজ বর্জনের শপথ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সিসিএস এর এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাই থেকে আগস্ট এই চার মাসে পেঁয়াজের অব্যাহত দাম বৃদ্ধির ফলে ভোক্তার প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এজন্য সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানায় সংস্থাটি। গত ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এটা প্রকাশ করা হয়।

দেশে দীর্ঘদিন ধরে  পেঁয়াজের অব্যাহত মূল্য বৃদ্ধি হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যটি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এ মানববন্ধন ও পেঁয়াজ বর্জন কর্মসূচি ঘোষণা করে সংস্থাটি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন এ মানববন্ধন করেন।

১. রাজশাহী বিশ্ববিদ্যালয়:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বেলা ১২টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে সিওয়াইবির রাজশাহী  বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ সিওয়াইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

২. ইসলামি বিশ্ববিদ্যালয়:
ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২টার পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। অন্যান্যদের মধ্যে সিওয়াইবির ইবি শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী, সভাপতি শামিমুল ইসলাম সুমন, সহসভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, অর্থ সম্পাদক সাজেদা আক্তার জলি, সহঅর্থ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, নিরাপদ খাদ্য সম্পাদক ইজাবুল বারী, প্রচার সম্পাদক সাইফুল, সহপ্রচার সম্পাদক মাইনুল রেজা, সাংস্কৃতিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায়, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান, জনি, আশরাফুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৩. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেইটে দুপুর ১টা ২০ মিনিটে মানববন্ধন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সিওয়াইবির বিশ্ববিদ্যালয় শাখা সহসভাপতি মিল্টন রায়, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

৪. বরিশাল বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিওয়াইবির উদ্যোগে বেলা ১২টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়টির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সিওয়াইবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৫. নোবিপ্রবি:
নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১ টায় ৩০ মিনিটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অন্যান্যদের মধ্যে সিওয়াইবির উপদেষ্টা মন্ডলীর সদস্য বিএলডাইব্লিউএস বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিওয়াইবির নোবিপ্রবি শাখার সভাপতি মাইনুদ্দীন পাঠান, সহসভাপতি শ্রীভাস মজুমদার, শাহাদাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত, দপ্তর সম্পাদক ফাহিম,
ট্রেজারার রমজান আলি, এসিস্ট্যান্ট ট্রেজারার আবুল বাশার, খেলাধূলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীগন্ত ইসলাম ও কার্যকরী সদস্য সাইদুজ্জামান প্রমুখ।

৬. জাককানইবি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জয় বাংলা ভাস্কর্যের সামনে দুপুর ১টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ছাত্রলীগের জাককানইবি শাখার সভাপতি নজরুল ইসলাম বাবু, সিওয়াইবির সভাপতি আদীব রাহেমান, সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ান প্রিয়ানসহ এক্সিকিউটিভ সদস্যবৃন্দ, সাংবাদিক, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা অংশ নেন।

৭. হাবিপ্রবি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২য় গেইটের সামনে বেলা ১২টার পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অন্যদের মধ্যে ছিলেন, সিওয়াইবির হাবিপ্রবি  শাখার সভাপতি মো. রাসেল রাজু, সহসভাপতি রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ও সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মতিউর, সহসাংগঠনিক সম্পাদক তৌফিক, ট্রেজারার তানভীর আহম্মেদ, অফিস সম্পাদক মোস্তফা, সহকারী অফিস সম্পাদক মাসুদ রানা প্রমুখ।DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
করোনা ভাইরাস লাইভ আপডেট
আক্রান্ত চিকিৎসাধীন সুস্থ মৃত্যু
৪৫১৯৯০ ৭৮৬৬৫ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিস্তারিত
ম্যারাডোনার জন্য মেসি-রোনালদোর আবেগী চিঠি ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনার এতো সমর্থক বাংলাদেশে! ম্যারাডোনার মৃত্যুতে মাশরাফীর শোক ম্যারাডোনার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক মারাডোনার প্রয়াণে আর্জেন্টিনায় ৩ দিনের শোক বন্ধুকে হারালেন পেলে চরম মার্কিন বিদ্বেষী ম্যারাডোনার ঘনিষ্ঠ বন্ধু কাস্ট্রো-চ্যাভেজ ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ভাগ্নির নাভী ও যৌনা‌ঙ্গে খু‌ন্তির ছ্যাকা, মামী গ্রেফতার সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে ঘৃণার বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়মের মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ম্যারাডোনার বিদায়ে ক্রিকেটারদের শোক হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরির অভিযোগে কর্মচারী আটক কর্মসংস্থান সৃষ্টিই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ছিল: প্রধানমন্ত্রী ‘ঈশ্বরের হাত’ দেখানোর দিন সর্বকালের সেরা গোলটিও করেন ম্যারাডোনা (ভিডিও) ভারত থেকে ফিরতেও লাগবে করোনার সনদ ফুটবলেরই আরেক নাম ম্যারাডোনা তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ৮ বছর পর মারা গেলেন শারমিন ম্যারাডোনা মারা গেছেন রংপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মাইক্রোবাস চাপা দিয়ে ব্যবসায়ীকে হত্যা বিজয়নগরে বাস-পাওয়ার টিলার সংঘর্ষে ৩ জন নিহত ঢাকায় পৌঁছেছেন ডোমিঙ্গো কবে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন? সন্ধ্যা ৭টার পর অভিভাবক ছাড়া শিক্ষার্থীরা বাইরে নয় সন্তানের আশায় শুয়ে আছেন নারীরা, তাদের ওপর দিয়ে হাঁটছেন পুরোহিত! জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তার মৃত্যু রাজধানীতে দুজনের লাশ উদ্ধার নেত্রকোনায় চিরকুমার মুক্তিযোদ্ধার মেয়ে পরিচয়ে ভাতা উত্তোলন বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার মাধ্যমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে রোল একই থাকবে অকাল গর্ভপাতের বেদনা আমাকেও সইতে হয়েছে: মেগান সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঢাকা-সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান যারা মুকসুদপুরে সংঘর্ষে আরও একজন নিহত সরকারকে টেনে নামাতে গিয়ে রশি ছিঁড়ে পড়েছে বিএনপি: তথ্যমন্ত্রী ফরিদপুর পৌর নির্বাচন স্থগিত শীত রুখতে ইলেকট্রিক গেজেট মন্ত্রিসভায় করোনার ছোবল কলারোয়ায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার দোষারাপের খেলায় ব্যস্ত তৃণমূল-বিজেপি রাজশাহীতে নকল চায়না মশার কয়েল জব্দ শিবচর উপজেলা ভূমি অফিসে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল বিনিয়োগে আকর্ষণীয় সুবিধা দিচ্ছে বাংলাদেশ: নরওয়ে বিমানবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলেন ৬৪ নারী ফাইটার পাখির কলতানে মুখর ইসরায়েলের হুলা উপত্যকা অবৈধ মোবাইল বন্ধের বিষয়ে ৬ প্রশ্নের উত্তর বিটিআরসির বাংলাদেশ পাবে ৭ কোটি ভ্যাকসিন শেরিফের প্রেমে মজেছেন মিম! মাদারীপুরে পরিবহন ধর্মঘটের ডাক কমলাপুর রেলস্টেশন ভেঙে ফেলার প্রস্তাব 'মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতায় আড়ালে পড়ে যায় বহু অনিয়ম' রায়হান হত্যায় আরও ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সাইবেরিয়ায় রাস্তার নিচে কঙ্কালের সারি! সোমালিয়ায় বোমা হামলায় ৫ পুলিশ নিহত ট্যাপের পানিতে জ্বলছে আগুন (ভিডিও) পদ্মায় ধরা পড়ল ১৫ কেজি ওজনের কাতলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ওয়ালটনে চাকরির নিয়োগ স্ত্রী সন্তানদের দেখভালের শর্তে ৪৭ স্বামীকে খালাস দিলেন আদালত ব্রাহ্মণবাড়িয়ায় শওকত হত্যায় ৫ জনের যাবজ্জীবন ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় নিভার হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারীকে জরিমানা বিশ্বে ভ্যাকসিন সরবরাহে একসঙ্গে কাজ করবে চীন-জার্মানি দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার তুরস্কের সঙ্গে সম্পর্ক: আলজেরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি আমিরাতের নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা বদলে যাচ্ছে বিটিভির অনুষ্ঠানমালা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা দিল ফিফা হঠাৎ সড়কে লেখা “স্যরি” উত্তর খুঁজছে পুলিশ উদ্ধার করা গাঁজা আত্মসাতের অভিযোগে এসআই প্রত্যাহার গাজীপুরে বেবিকেয়ারে গরম পানিতে পড়া দগ্ধ শিশুর মৃত্যু উন্নয়ন প্রকল্পে সরকারি তদারকির সমন্বয় চায় আইএমইডি ঝালকাঠিতে বাড়ির ছাদে মিলল নারীর লাশ নূপুরের ওপর অ্যাসিডে নিক্ষেপ: স্বামী তালেবসহ ২ সহযোগী জেলহাজতে সিলেট বোর্ডের নতুন চেয়ারম্যান ড. রমা ‘মাস্ক পকেটে আছে, ইউএনও এলে মুখে দিমু’ রোহিঙ্গা সুরক্ষায় নির্দেশনা অনুযায়ী আদালতে মিয়ানমারের দ্বিতীয় প্রতিবেদন এমপি আসলামের পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন উচ্ছেদের পরামর্শ ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার ৯২’এর জার্সিতে ফিরল ভারতীয় ক্রিকেট দল ভৈরবে গাঁজা আত্মসাৎ করলেন পুলিশের এ কর্মকর্তা কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া মুন্সিগঞ্জ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী অফিস করবেন ৩০ নভেম্বর ব্যতিক্রমী শুটিং করছেন অনন্ত জলিল (ভিডিও) যেসব দেশের মুসলিমদের ভিসা দেবে না আমিরাত ‘বন্যহাতি হত্যা রোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা’ করোনায় আরো ৩৯ জনের মৃত্যু রাজধানীর বস্তিগুলোতে অবৈধ বিদ্যুতের রমরমা ব্যবসা কুকর্মের নথি জাতিসংঘে তুলে ভারতকে সতর্ক করল পাকিস্তান শুরু হলো বিগ ২০২০ জায়েদ-মিশার বিরুদ্ধে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা রাজনৈতিক দলের নারীর ৩৩ ভাগ নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক হিন্দু-মুসলমান বিয়ে ঠেকাতে বিজেপির কঠোর আইন টেস্ট কমিয়ে টি টোয়েন্টির সংখ্যা বাড়ালো ভারত পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বিয়ের ছবি প্রকাশ করলেন সানা খান ডেঙ্গুর কাছে হেরে গেলেন পৌর মেয়র জাহাঙ্গীর গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
আরও সংবাদ...
বাংলাদেশিদের দেড় ঘণ্টার হামলায় ধরাশয়ী ফ্রান্সের সেই ওয়েবসাইট হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী ফ্রান্সে হামলা চলছে, দেখুন লাইভ ভিডিও ২০২১ সালে যেসব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ভোটে জিতেই স্ত্রী-কন্যাকে হারান বাইডেন রামপালের কাজ বুঝিয়ে দেয়ার আগেই দেউলিয়া ভারতীয় কোম্পানি চুপিসারেই মৌলানাকে বিয়ে করলেন অভিনেত্রী সানা! (ভিডিও) গুগল ম্যাপে ধরা পড়ল বাংলাদেশি সেই জাহাজ ‘ভালোবাসার কথা বলতে না পারা মানুষটাই জীবন সঙ্গিনী’ ধর্ষণের শিকার তরুণীকে বিয়ে করলেন ‘ছোটবেলার প্রেমিক’ টয়লেটের পানি দিয়ে ফুচকার টক বানানোর সময় বিক্রেতা ধরা ৩০০ টাকা নিয়ে শহরে এসে কোটি টাকার মালিক! নতুন চুল গজানোর ঘরোয়া উপায় শুধু ধর্ষণ নয়, কাটাছেঁড়া মৃতদেহের সঙ্গে সেলফি তুলতো মুন্না ফ্রান্সে কিছুক্ষণের মধ্যেই বড় হামলার ঘোষণা নায়িকা শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব: রিমান্ডে যা বললেন সেই যুবক সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ছুড়ে মারলেন সাকিব অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সজিবের আত্মহত্যা মুসলমানদের অনুভূতি বুঝতে পেরেছি: ম্যাক্রোঁ মেয়র লিটনের মেয়ে, ছাত্রলীগ নেত্রী অর্ণার বিয়ে মাছেও করোনাভাইরাস! বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী তৃতীয় স্বামীর সঙ্গেও থাকছেন না শ্রাবন্তী! এক দিনেই মুকেশ হারালেন ৬০ হাজার কোটি টাকা! মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশে কত দূর? উচ্চশিক্ষার জন্য রাজধানীতে এসে লাশ হলেন মুন্না যে ৭ মানসিক ব্যাধি মানুষকে যৌন অপরাধী বানায় মুসলিমদের বড় সুখবর দিলেন বাইডেন চট্টগ্রামে বিরল শিশুর জন্ম সাকিবকে হুমকির ঘটনায় কঙ্গনার বিস্ফোরক মন্তব্য কাজলের প্রতিরাতে খরচ ৩৩ লাখ টাকা! অভিনেত্রী লীনা মারা গেছেন দেড় লাখ টাকার শাড়ি, ৯০০ বছর ধরে বুনছে এক পরিবার! অক্সফোর্ডের মুনজেরিন ঢাবিতেও প্রথম শ্রেণিতে প্রথম বাইডেনের ‘ভক্ত’ হয়ে গেছেন ফখরুল ‘সবকিছু শেষ হওয়ার পথে’ : বাইডেনের উপদেষ্টা অপুকে নিয়ে উড়াল দিলেন নিরব! নোটিশ প্রত্যাহার করে জনস্বাস্থ্য পরিচালকের দুঃখ প্রকাশ র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে বদলি ছেলের পোস্টে ফের আলোচনায় শ্রাবন্তী জীবিত গরুর অণ্ডকোষ-ভুঁড়ি খেল ব্রাহ্মণবাড়িয়ার কিশোর! শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল ‘আইসিইউ’তে ৯ তারকা! মিথিলাকে মণ্ডপে নিয়ে বিপাকে সৃজিত হাসপাতালের কর্মচারীদের মারধরে এএসপির মৃত্যু, ভিডিও প্রকাশ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ভারতী সিং সোনায় মোড়ানো আড়াই হাজার বছর আগের ১০০ কফিন উদ্ধার বাইডেনের সমর্থনে ৭ লাখ মানুষ হত্যা কানাডায় পাহাড় কিনলেন অক্ষয় কুমার
আরও সংবাদ...


মেনে চলি

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  EnglishLive TV DMCA.com Protection Status
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
উপরে
X