সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
রোববার যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। বেসামরিক প্রতিরক্ষা গ্রুপ হোয়াইট হেলমেটসের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলাজা গ্রামে বিমান হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
ধ্বংস্তুপ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে। সেখানে অন্তত ৫ জন নিহত হয়। এছাড়া সারাকিব নামের একটি শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। এতে ৪ জন নিহত হয়।