১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর ‘বঙ্গবন্ধু বিপিএল।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাচ্ছে এবারের বিপিএল। ইতিমধ্যে গতকাল রোববার (১৭ নভেম্বর) প্লেয়ার ড্রাফট শেষ হয়। সেখানে দেশি ও বিদেশি প্লেয়ারদেরকে দলে ভিড়িয়েছেন ৭ দলের মালিকরা।
এদিকে ড্রাফটে বাংলাদেশি সব ক্রিকেটাররা এখনো দল পাননি। ব্যাটসম্যানদের মধ্যে বাদ পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ওপেনার শাহরিয়ার নাফীস, তুষার ইমরান ও উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ।
স্পিন বোলারদের মধ্যে বাদ পড়েছেন বাংলাদেশে ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এখন পর্যন্ত জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এছাড়াও বিসিবি থেকে লেগ স্পিনারদের খেলানোর জোর দেওয়া হলেও দল পাননি জুবায়ের লিখন।
আর পেসারদের মধ্যে বাদ পড়েছেন মোহাম্মদ শহীদ, শুভাশিস রায় ও শাহাদাত হোসেন রাজীব। অলরাউন্ডারদের তালিকায় কোন দলেই জায়গা হয়নি নাঈম ইসলাম (ছক্কা নাঈম), মার্শাল আইয়্যুবের।