পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার রাজধানীসহ সারা দেশে বিএনপি ‘প্রতিবাদ সমাবেশ’ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ভারত সফরে চুক্তি ও সমঝোতার বিষয়ে সরকারের কাছে জানতে আগামীকাল-রোববার অথবা পরশু প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয়া হবে।
সরকার রেল পরিচালনা ও সড়কে দুর্ঘটনা রোধে সরকার ব্যর্থ, তাই সরকার যেখানে লাইনচ্যুত হয়ে গেছে সেখানে রেল কিভাবে লাইনে থাকে বলেও মন্তব্য করেন তিনি।
মেডিকেল বোর্ড জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দল উদ্বিগ্ন, প্রায় পঙ্গুত্ব অবস্থায় চলে এসেছেন তিনি। তার শারীরিক অবস্থা গোপন করে বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন। বলেন ফখরুল।
তার জামিন চেয়ে আবেদন করা হচ্ছে, আদালত তার স্বাস্থ্যগত কারণে অন্তত খালেদা জিয়াকে জামিন দিবেন, আদালত সুবিচার করবেন এমনটা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।
জানা গেছে, এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যোগ দিয়ে বৈঠকের সভাপতিত্ব করেন।