বউয়ের জন্য গহনা কিনতে ভারত গিয়ে অপহৃত হয়েছেন বাংলাদেশি এক ব্যবসায়ী। পরবর্তীতে ৫০ লাখ রুপি মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন তিনি। কলকাতা পুলিশের কাছে ওই ব্যক্তি এমনই অভিযোগ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ঘটনার পর রোববার ওই ব্যক্তি এন্টালি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে তিনি কিডন্যাপ ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
বশির মিয়া নামের ওই ব্যক্তি অভিযোগ করেন, উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকার এক অপরিচিত এলাকায় তাকে আটকে রাখেন অপহরণকারীরা। এরপর তার কাছ থেকে ৫০ লাখ রুপি মুক্তিপণ নিয়ে তাকে ছাড়েন।
তার অভিযোগ, গেল সপ্তাহে স্ত্রীর জন্য গহনা কিনতে কলকাতা যান তিনি। তখন তার সঙ্গে বেশকিছু ইউএস ডলার ছিল। শনিবার তিনি শিয়ালদহে ব্যবসায়িক চুক্তির জন্য কিছু লোকের সঙ্গে দেখা করেন।
একটি শপিংমলে তাদের সঙ্গে দেখা ও দুপুরের খাবার খাওয়ার পর তারা তাকে জোরপূর্বক একটি ট্রেনে উঠায়।
তিনি বলেন, হাবড়ায় যাওয়ার পর তাকে এক অপরিচিত জায়গায় নিয়ে যান তারা। এরপর তার হাত ও চোখ বেঁধে ফেলেন।
তিনি বলেন, এরপর তারা তাকে তার বাবার কাছে কল দিতে বাধ্য করেন। বাংলাদেশে বশিরের বাবার কাছে কল দিয়ে ছয় লাখ রুপি ম্যানেজ করেন তিনি।
এরপর অপহরণকারীরা তার কাছে থাকা ৪৪ লাখ রুপির বিদেশি মুদ্রা নিয়ে তাকে মুক্তি দেন।