পালসার স্ট্যান্টম্যানিয়ায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
বাইক স্ট্যান্টভিত্তিক রিয়েলিটি শো-পালসার স্টান্টম্যানিয়ার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সারাদেশের ৮০০ প্রতিযোগী থেকে প্রথমে ১০০ জন, পরে ২৮ জনের মধ্য থেকে ৪ জনের অংশগ্রহণে চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়। ১১টি এপিসোডের পারফর্মেন্সের ভিত্তিতে নির্বাচিত হন সেরা প্রতিযোগী। বিজয়ীদের হাতে নগদ টাকা ও অন্যান্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।