ভারতের লখনউয়ের শ্রী অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে আফগানিস্তান। ওয়ান ডের ফলাফলে আফগানিস্তান ৩-২ এ এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানদের থেকে।
তিনটি ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে এই ট্যুর শুরু হয়েছিল। এর পর টি ২০ সিরিজ এবং একটি টেস্ট রয়েছে। একই মাঠেই হবে সব খেলা।
প্রথম ওয়ান ডের আগে আফগানিস্তানের এক ফ্যান নজর কেড়েছেন। শুধুমাত্র তাঁর উচ্চতার জন্য তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন।
শের খান নামের ওই ক্রিকেট ভক্তের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। তিনি কাবুল থেকে এসেছেন। কিন্তু উচ্চতার কারণে থাকার জন্য কোথাও হোটেল ভাড়া পাচ্ছেন না তিনি।
শহরের কোনো হোটেলে তাঁকে থাকতে দেওয়ার মতো ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত পুলিশও সাহায্যের হাত বাড়িয়েছে। পুলিশ তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে।