নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির নেতারা দল ছেড়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কাকরাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি ভালো কাজের প্রশংসা করতে পারেনা এটা তাদের চিন্তার দৈন্যতা।
তথ্যমন্ত্রী বলেন, দেখতেই পাচ্ছেন বিএনপি থেকে সবাই চলে যাচ্ছেন, মোরশেদ খান পদত্যাগ করেছেন, মেজর জেনারেল মাহবুবুর রহমান পদত্যাগ করেছেন, আরো অনেকের নাম শোনা যাচ্ছে, তাদের নেতিবাচক রাজনীতির কারণেই নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন। আমরা শক্তিশালী বিরোধীদল চাই। কিন্তু যেভাবে তাদের দলের নেতারা দল ত্যাগ করছেন তাতে মনে হচ্ছে আমরা চাইলেও তারা শক্তি ধরে রাখতে পারছেন না। দলগতভাবে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে।