পঞ্চগড়ের মাগুরমাড়ি চৌরাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় শহর থেকে একটি যাত্রীবাহী বাস তেঁতুলিয়া যাচ্ছিলো। পথে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত ২ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।