সারাবিশ্বের ভক্তদের কাঁদিয়ে চলে যাবার ২ মাস আগে ফ্রেডি মার্কারী গেয়েছিলেন বিখ্যাত উক্তি অবলম্বনে 'দ্যা শো মাস্ট গো অন' । এরপর চলে গেলেন মার্কারী কিন্তু থেমে থাকেনি তার ব্যান্ড 'কুইন' । ঠিক একইভাবে লাখ লাখ বাংলা রকপ্রেমীদের কাঁদিয়ে রুপালী গিটার ছেড়ে চলে গেছেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু । তাকে হারানোর পর কালবৈশাখী ঝড়ের মতোই লণ্ডভণ্ড হয়ে গেছে এলআরবি! বাংলাদেশের অন্যতম এই রক ব্যান্ড এলআরবি'কে নিয়ে শোকাচ্ছন্ন ভক্তদের সামনে আবার নতুন রুপে হাজির হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিষ্ট স্বপন। সঙ্গে গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন পুষ্প ফেরদৌস, ড্রামসে অমিত, কিবোর্ডে রনি এবং ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান।
নতুন লাইনআপের এলআরবি চেয়েছিলেন ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে তাকে উৎসর্গ করে গান প্রকাশ করতে । সেদিন সম্ভব না হলেও অবশেষে আইয়ুব বাচ্চুকে সম্মান জানিয়ে ঘুমন্ত শহর অ্যালবামের 'বদলে গিয়েছে সময়' শিরোনামে ২৯ অক্টোবর স্টুডিও ভার্সন গানটি। ভিডিও আকারে এলআরবি নামে একটি ইউটিউব চ্যানেল খুলে প্রচার করা হয়েছে। এ গানের মধ্য দিয়ে আবারও শুরু হলো এলআরবি'র যাত্রা।