হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন ভারতের ১৯৯ পতিরাম হিলি বিএসএফ ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার জয়পাল সিংয়ের হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
এ সময় সেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।