জনগণের ঐক্য কাজে লাগিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে আরো শক্তিশালী করার কথা জানিয়ে ড. কামাল হোসেন বলেছেন, জনগণের হাতে দেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা যে এক্য করেছি এ ঐক্যকে আরো সুসংগঠিত করতে হবে। দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে হবে। জনগণই ক্ষমতার মালিক। এটা আমাদের সংবিধানে লিখা আছে। বৈধভাবে আসা কোনো সরকারও দেশের মালিক নয়। সরকার মালিকের প্রতিনিধি।