ইউটিউব জন্মের আগে মুক্তি পাওয়া গানগুলোর মাঝে প্রথম ১ বিলিয়ন ভিউ ক্রস করে বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘গানস এন্ড রোজেস’ এর ‘নভেম্বর রেইন’ গানটি।
এবার ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লো গানস এন্ড রোজেস'র 'সুইট চাইল্ড ওমাইন' গানটি ।
এক টুইট বার্তায় 'ইউটিউব মিউজিক' জানায়- আশির দশকে মুক্তি পাওয়া গানগুলোর মধ্যে 'সুইট চাইল্ড ওমাইন' গানট প্রথম হিসেবে ঢুকে পড়লো ইউটিউব বিলিয়ন ভিউ ক্লাবে ।
১৯৮৭ সালে অভিষেক অ্যাালবাম ‘অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন’ দিয়েই রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে গানস এন্ড রোজেস। প্রথম অ্যাালবামেই বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ বিক্রি, যার সংখ্যা ৩০ মিলিয়ন! এমনকি সর্বকালের সেরা অভিষেক অ্যাালবামের খেতাবটিও অর্জন করে এই রক ব্যান্ডটি । আর 'সুইট চাইল্ড ওমাইন' এই অ্যাালবামেরই গান ।
গানস এন্ড রোজেস এর ভিডিও ভিওয়ের মজার কিছু পরিসংখ্যান
গানস এন্ড রোজেস: এর ইউটিউবে প্রতিদিন ৩.১ মিলিয়ন হয় । এবং এই ব্যান্ডটির গান এখন পর্যন্ত ৮৯৫ মিলিয়ন বার দেখা হয়েছে ।
নভেম্বর রেইন: ৯০ দশকের গানগুলোর মাঝে এটিই একমাত্র মিউজিক ভিডিও যা বিলিয়ন ভিউ ক্লাবের তালিকায় যুক্ত হয় ।
সুইট চাইল্ড ওমাইন: ৮০ দশকের গানগুলোর মাঝে প্রথম মিউজিক ভিডিও হিসেবে ইউটিউব বিলিয়ন ভিউ ক্লাবে জায়গা করে নিলো । এই গানের অফিশিয়াল মিউজক
ভিডিওটির প্রতিদিনের গড় ভিঊ ৫৯০,০০০