বরিশালে বাস ও থ্রি হুইলার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর রুপাতলী বাসটার্মিনাল থেকে একটি থ্রি হুইলার যাত্রী নিয়ে নথুল্লাবাদ যাচ্ছিলো। পথে সিএন্ডবি রোড এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাস থ্রি হুইলাটিকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। খবর পেয়ে আহত ৫ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।