কানাডার মন্ট্রিয়লে নানা আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন হয়েছে।
ধর্মীয় তিথি অনুযায়ী মন্দিরে উপাসনা, রাজভোগ, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে দূর্গা উৎসবের আয়োজন করে কানাডা প্রবাসী হিন্দু সম্প্রদায়। এতে প্রবাসে জন্ম নেয়া শিশু কিশোরদের ধর্মীয় রীতিনীতি পালনে উদ্বুদ্ধ করাসহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। এছাড়াও শিশু কিশোরদের অংশগ্রহণে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।