যুক্তরাজ্যে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ শীর্ষস্থানীয় ব্যবসায়ী এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি।
তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইসিং বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেয়া হয় তাকে। আয়োজনে ব্রিটেনের এমপি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যবসায়ীসহ ৮০০ অতিথি উপস্থিত ছিলেন।