বিশ্বজুড়ে সার্ফিং জনপ্রিয় একটি খেলা। উত্তাল সাগর সার্ফিং বোর্ডে চড়ে পাড়ি দিতে পছন্দ করেন সার্ফাররা। ছোট ছোট ঢেউয়ে কেউ কেউ সার্ফিং করতে পছন্দ করলেও বড় ঢেউয়ে সাগর পাড়ি দেয়ার চ্যালেঞ্জ নেন অনেকেই।
ঠিক তেমনটাই করেছেন ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতি অঞ্চলের একদল সার্ফার। সাগরের বৃহদাকার উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। তার মধ্যেই সাহসিকতার পরিচয় দিচ্ছেন সার্ফাররা। এই বিরল মুহূর্ত ধারণ করেন ফটোগ্রাফার অ্যারন লাইবার। দারুণ সেই দৃশ্য ছড়িয়ে পড়লে বিস্ময় জাগে সকলের মনে।