বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মোমবাতি প্রজ্বলন, মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় বরিশালে বিএম কলেজের শহীদ মিনার থেকে একটি মশাল মিছিল বের করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ময়মনসিংহে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প প্লাস ময়মনসিংহের সদস্যরা। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোমবাতি জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার বেদিতে সারিবদ্ধভাবে ছাত্রছাত্রীরা দাড়িয়ে অবস্থান নেন। এসময় মুখে কালো টেপ লাগিয়ে প্রতিবাদ জানায় তারা। পরে মোমবাতি হাতে নিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।